কলকাতা: আইআইটি খড়গপুরের ছাত্র মৃত্যুর (Kharagpur IIT Student Unusual Death) ঘটনায় কে জয়রামণের নেতৃত্বে গঠিত সিটের রিপোর্ট দেখে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৮ নভেম্বর পরবর্তী শুনানিতে সিটকে এই নিয়ে বিস্তারিত জানিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের। বিশেষ করে এ বছর ১০ জুলাই থকে ১৮ নভেম্বরের মধ্যে কি তদন্ত হয়েছে রিপোর্টে তার স্পষ্ট ব্যাখ্যা নেই। সেই বিষয়ে জানাতে হবে আগামী দিনে। এখনও কাউকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করতে পুলিশ পেরেছে কি না তাও জানাতে হবে আগামী শুনানিতে।
আইআইটি খড়গপুর এই মামলার গ্রহণ যোগ্যতা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে। তাতে বিরক্ত আদালতের পর্যবেক্ষণ, এতদিন ধরে একটা খুনের তদন্তে অযথা সময় নষ্ট হচ্ছে। এর মধ্যে তথ্য প্রমাণ লোপাট হতে পারে। এর দায় কে নেবে! আইআইটি কেন আপত্তি করছে তাও অজানা। এই আগে এই মামলায় পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি, খড়গপুর টাউন থানার ওসিকে কেস ডায়রি পেশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: অভিযুক্তদের খোঁজে রাতভর পুলিশের তল্লাশি
১৪ অক্টোবর, খড়গপুর IIT’র হস্টেল থেকে তৃতীয় বর্ষের এক ইঞ্জিনিয়ারিং-এর ফৈজান আহমেদ নামে পড়ুয়ার পচা-গলা দেহ উদ্ধার হয়। আসামের তিনসুকিয়ার বাসিন্দা ফৈজান, বি.টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। এই ঘটনায়, CID বা সিট-এর তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় মৃতের পরিবার।
আরও অন্য খবর দেখুন