কলকাতা: বুধবার কলকাতা পুরভোট (Kolkata Municipal Election) নিয়ে মামলার রায়দান৷ আর আজই কর্মবিরতির ডাক দিয়েছেন হাইকোর্টের আইনজীবীরা৷ গতকাল মঙ্গলবার আদালত চত্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক আইনজীবী৷ তাঁর মৃত্যুতে আজ কর্মবিরতি পালন করছেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) আইনজীবীরা৷ আজ সকালে হাইকোর্ট খোলার পরই আইনজীবীদের কর্মবিরতি শুরু হয়ে যায়৷ যদিও কর্মবিরতির প্রভাব পুরভোট নিয়ে মামলার উপর পড়বে না বলেই জানিয়েছেন হাইকোর্টের আইনজীবীরা৷
গতকাল মঙ্গলবার হাইকোর্টেই মৃত্যু হয় উদয় ঝা (৪৭) নামে এক আইনজীবীর৷ সহকর্মীর মৃত্যুতে শোকাহত আইনজীবীরা৷ তাঁরা জানিয়েছেন, বিকেল পাঁচটায় তিনতলা থেকে নামার সময় হঠাৎই মাথা ঘুরে পড়ে যান উদয়৷ আশেপাশে থাকা অন্য আইনজীবীরা তড়িঘড়ি তাঁকে তুলে নিয়ে আদালতের মেডিক্যাল ইউনিটে নিয়ে যান৷ সেখানকার চিকিৎসকরা তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন৷ আইনজীবীরা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে উদয় ঝা-কে দ্রুত এসএসকেএম নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে জানান উদয়ের মৃত্যু হয়েছে৷ হার্ট অ্যাটাকই মৃত্যুর কারণ বলে ডেথ সার্টিফিকেটে লেখা হয়৷
আরও পড়ুন: কুয়াসাচ্ছন্ন সকাল, সপ্তাহ শেষে কনকনে ঠান্ডার পূর্বাভাস