কলকাতা: খাস কলকাতায় (Kolkata) ফের বেপরোয়া বাসের দৌরাত্ব্য। ব্যস্ত অফিস টাইমে বড়বাজারে (Burrabazar Accident) গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে গেল মিনিবাস। বাসের ধাক্কায় গুরুতর জখম ৪। আটক হয়েছে মিনিবাসের চালক।
ঘটনাস্থলের ঢিল ছোড়া দূরত্বে রয়েছে বড়বাজার থানা। থানার এত কাছে কীভাবে বেপরোয়া গতিতে বাস চলছে? প্রশ্ন তুলেছে পথচলতি মানুষ।
আরও পড়ুন: এপিডিআরের আবেদনের গ্রহণযোগ্যতা নেই, জানিয়ে দিল হাইকোর্ট
৩১ ডিসেম্বর শহরের অপরপ্রান্তে দুই গাড়ির রেষারেষিতে মৃত্যু হয়েছিল ১ জন পথচলতির। ১০ দিনের ব্যবধানের দুর্ঘটনায় চাঞ্চল্য সাধারণ মানুষের মধ্যে।
দিনের পর দিন বেপরোয়া মিনিবাসের দৌরাত্ম্য রুখতে শুক্রবার বৈঠকে বসেছেন পরিবহন দফতর। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পর নড়েচড়ে বসেছে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও।
দেখুন আরও খবর: