কলকাতা: তৃণমূল কংগ্রেস এবং বাংলাকে কালিমালিপ্ত করতে ক্রমাগত চক্রান্ত করে চলেছে বিজেপি (BJP)। সেই চক্রান্তের অঙ্গ হিসেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী রুজিরাকে (Rujira Banerjee) ইডির (Enforecement Directorate) তলব বলেই মনে করছে শাসক দল (TMC)। তৃণমূলের অন্যতম মুখপাত্র ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, বাংলায় বিজেপি নিশ্চিহ্ন হয়ে গিয়েছি। আর তারপরেই বাঘনখ বের করছে বিজেপি।
ব্রাত্যর অভিযোগ, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, প্রথমে বিধানসভা। তারপর পুরভোট। বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। রাজনৈতিক ভাবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে না পেরে উঠে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাচ্ছে বিজেপি, তার অঙ্গ ইডিকে কাজে লাগিয়ে অভিষেকের পরিবারকে হেনস্থা করছে।
এরপর তৃণমূল মুখপাত্র জানান, বিজেপির এই চক্রান্তকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করবে তৃণমূল কংগ্রেস। উত্তরপ্রদেশ-সহ ভিন রাজ্যের ভোটে ইভিএমকে কাজে লাগিয়ে বিজেপি জিতেছে। ফের এই মন্তব্য করে তৃণমূল মুখপাত্রের মন্তব্য, জনবিছিন্ন হয়ে পড়েছে বিজেপি। সঠিক ভাবে ভোট হলে বিজেপি জিততে পারত না। পরিস্থিতি তাদের হাতের বাইরে যাচ্ছে বলে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি বলেও সুর চড়িয়েছেন ব্রাত্য। এরপরেই বিজেপিকে সতর্ক করে তৃণমূল মুখপাত্র বলেন, এখন তারা যা করছে তার জন্য পস্তাতে হবে বিজেপিকে।