বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দম দম ক্যান্টনমেন্ট এলাকার গোড়াবাজারে বিশিষ্ট সমাজসেবী ও প্রোমোটারকে লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতকারীরা। অল্পের জন্য রক্ষা পান প্রমোটার দুলাল দেব( ৫৫)। তিনি যখন অফিসেছিলেন, সেই সময় ৩ জন অল্প বয়সী ছেলে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। কিন্তু অল্পের জন্য সেটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং প্রাণে বেঁচে যান দুলাল দেব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানায় ভারপ্রাপ্ত অফিসার ও ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকায় উত্তেজনা রয়েছে। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ব্যবসায়ীর অফিস। এই ঘটনার পর থেকে সাধারণ মানুষ ভীষণ ভাবে আতঙ্কিত এই বোমাবাজির ঘটনায়।