কলকাতা: সব নজর নেতাজি ইন্ডোরে। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূলের (TMC) মেগা বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে তৃণমূলের এই বিশেষ সম্মেলনের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে, ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সর্বস্তরের কর্মীদের সভা’। এদিনের প্রধান বক্তা খোদ মুখ্যমন্ত্রী। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সম্মেলনে ভাষণ দেন।
এদিন ভাষণের ছত্রে ছত্রে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। কেন্দ্রীয় তদন্তকারী দলের চার্জশিট প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাল খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। ২৮ পাতার চার্জশিট। ২ জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা লিখেছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, তিনি সাংসদ না বিধায়ক, কোথায় থাকেন, কী করেন, তার কোনও উল্লেখ নেই। বিজেপি যেমন ভাববাচ্যে কথা বলত, ইডি, সিবিআই ভাববাচ্যে কথা বলছে। এই ভয়টা দেখে ভালো লেগেছে।’
আরও পড়ুন: বিজেপির আয়ু আর ২-৩ বছর, জানালেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, দিনকয়েক আগে বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ চার বিধায়ক। সাসপেনশনের পর বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু জানান, এই নিয়ে চতুর্থবারের জন্য তাঁকে সাসপেন্ড করা হল। তবে অধিবেশন থেকে সাসপেন্ড করা হলেও, মঙ্গলবার থেকে বিধানসভার বাইরে তাঁদের প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানান তিনি।
বিরোধী দলনেতা আরও বলেন, সাসপেনশনের পর বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু জানান, এই নিয়ে চতুর্থবারের জন্য তাঁকে সাসপেন্ড করা হল। তবে অধিবেশন থেকে সাসপেন্ড করা হলেও, মঙ্গলবার থেকে বিধানসভার বাইরে তাঁদের প্রতিবাদ কর্মসূচি চলবে বলে জানান তিনি। তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। তারই পরিপ্রেক্ষিতে এই কথা বললেন অভিষেক?
দেখুন আরও খবর: