কলকাতা: মেট্রো (Metro) সুড়ঙ্গে উদ্ধার দেহ (Body)। ব্যাহত মেট্রো পরিষেবা। টালিগঞ্জ-রবীন্দ্র সরোবরের মাঝে দেহ উদ্ধার। দুর্ঘটনা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি (CCTV) ফুটেজ। মেট্রো পরিষেবা অফিস টাইমে বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হতে হয়। স্কুল, কলেজের ছাত্র ছাত্রীরাও সমস্যায় পড়েন।
প্রাথমিকভাবে জানা গিয়ে রবীন্দ্রসদন মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। তার জেরে আপ ও ডাউন উভয় লাইনেই মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। বুধবার সকালের ঘটনা। রবীন্দ্রসদন স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রো চলছে না।
আরও পড়ুন: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া সৌরভ কী বললেন
অফিস টাইমে মেট্রো বন্ধ হওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নিত্য যাত্রীরা। সকাল ৯টা ৪৭ মিনিট থেকে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। সকাল ১০টা ১৭ মিনিট পর্যন্ত পাওয়া খবরে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। পরে বেলা ১০টা ৫৯ মিনিট থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে।
আরও খবর দেখুন