কলকাতা: ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতা পাঠ (Gita Reading) অনুষ্ঠানকে ঘিরে বিজেপি (BJP), তৃণমূল (TMC) তরজা। রবিবার ওই গীতাপাঠ অনুষ্ঠান হয়। তা নিয়ে তৃণমূল অভিযোগ তোলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর বক্তব্যে স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন। এই নিয়ে বিবৃতি দেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের তরফ থেকে সুকান্ত মজুমার প্রকাশ্যে ক্ষমা চাক বলে দাবি তোলা হয়। বিজেপির তরফ থেকে ওই অনুষ্ঠান সফল বলে দাবি করা হয়।
এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে কার্যত অপমান করছেন। তিনি স্বামী বিবেকানন্দের বক্তব্যের মূল স্পিরিট জানেন না। বক্তব্যের অভিমুখ তিনি জানেন না। বোঝেন না। স্বামী বিবেকানন্দ গীতাপাঠ এবং ফুটবল খেলার যে কথা বলেছিলেন তার সঙ্গে গীতাকে অসম্মানের প্রশ্নই নেই। কেন বলেছিলেন এটা যদি বুঝতেন তাহলে হত। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হোক বা রাজ্য নেতৃত্ব তাঁরা বারবার বাংলার মনীষীদের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন। ইতিহাস বিকৃত করেছেন। তাঁদের প্রতি কোনওরকমের ভক্তি, শ্রদ্ধা দেখিনি। কবিগুরুর সম্পর্কে যা বলেছেন এবং অন্য মনীষীদের সম্পর্কে যা বলেছেন এটা প্রমাণ করে তা। লক্ষ কণ্ঠের গীতাপাঠের মঞ্চে যেভাবে সুকান্ত মজুমদার স্বামীজীকে অপমান করলেন বাংলার মানুষ সেটা মেনে নেবেন না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
আরও পড়ুন: বড়দিনের আগেই দিঘায় পর্যটকদের উপচে পড়া ঢল, সতর্ক জেলা প্রশাসন
উল্লেখ্য, শনিবার রাতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দেখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর লিখিত শুভেচ্ছাবার্তা পাঠাবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন দুর্বল শরীরে তুমি গীতার বাণী আওড়াতে পারবে না। শক্তিশালী শরীর দরকার। এদিকে গীতাপাঠের এই অনুষ্ঠান নিয়ে এক্স হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে সমৃদ্ধ মনে করছি। লক্ষে কণ্ঠের মধ্যে একটি কণ্ঠ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এটা নিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানের ছবি দিয়ে লেখেন, এটা বাংলার ঐতিহ্য।
আরও খবর দেখুন