কলকাতা: বিধানসভা অধিবেশনে (West Bengal Assembly) ফের হট্টগোল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পর এবার সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে সরকারকে তীব্র আক্রমণ করেন বিজেপি (BJP) বিধায়করা। সেই সময় শঙ্কর ঘোষকে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে সাসপেন্ড ঘোষণা করেন স্পিকার।
ঘটনার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বিক্ষোভের মাঝে তিনি মাথা ঘোরা ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে থাকেন। তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডাকেন। পরে চিকিৎসার জন্য শঙ্কর ঘোষকে বিধানসভা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: বিধানসভায় কথা বললে এঁরা কথা বলতে দিচ্ছে না, বিস্ফোরক মমতা
বিজেপি শিবিরের দাবি, সরকারের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুললেই বিধায়কদের সাসপেন্ড করা হচ্ছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। শাসক দলের স্বার্থেই বিরোধী কণ্ঠরোধ করা হচ্ছে।” অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিজেপি পরিকল্পনা করেই অধিবেশন ব্যাহত করছে।
উল্লেখ্য, এর আগেই বিধানসভায় আচরণবিধি ভঙ্গের কারণে সাসপেন্ড করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে। পরপর দুই বিজেপি বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ায় রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে শাসক ও বিরোধী দলের সংঘাত আরও তীব্র আকার নিতে পারে।
রাজনৈতিক বিশ্লেষণ বলছে, একদিকে বিরোধীদের আন্দোলন যেমন জোরদার হচ্ছে, অন্যদিকে শাসকদলও পাল্টা কড়া ব্যবস্থা নিচ্ছে। ফলে আসন্ন অধিবেশন যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা কার্যত নিশ্চিত।
দেখুন আরও খবর:
The post বিধানসভায় অসুস্থ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ appeared first on KolkataTV.