কলকাতা: ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ -এর পর এ বার ‘যুব সংকল্প যাত্রা’। বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গ্রেফতার ৪ বিজেপি কর্মী। মঙ্গলবার সকালে ৪ যুব কর্মী সাইকেল র্যালি করে যাচ্ছিলেন। নেতৃত্বে ছিলেন যুব মোর্চার সম্পাদক তথা হুগলির খানাকুলের বিধায়ক প্রকাশ দাস সাহা। এছাড়াও ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুপ সাহা। তিনি বীরভূমের দুবরাজপুরের বিধায়ক। তাঁকেও আটক করে পুলিশ। পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য কোনও অনুমতি দেওয়া হয়নি। তা সত্বেও এদিন এই অভিযানে নামে বিজেপি। তাই তাঁদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বিজেপির ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ কর্মসূচিতে ধুন্ধুমার, ধর্মতলায় গ্রেফতার দিলীপ, শুভেন্দু
‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ -এর পর মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয় ‘যুব সংকল্প যাত্রা’র। রাজ্যজুড়ে পালন করার কথা। শুধু কলকাতাই নয়, শিলিগুড়িতেও এই যাত্রা শুরুর আগেই গ্রেফতার একাধিক বিজেপি কর্মী সমর্থক। মঙ্গলবার এখানে যুব সংকল্প যাত্রার আয়োজন করে দার্জিলিং জেলা বিজেপি।এই যাত্রায় অংশ নেওয়ার করার কথা জেলার সাংসদ রাজু বিস্তার। এদিন সকাল থেকে বিজেপি যুব সংগঠনের সদস্যরা শিলিগুড়ি বিজেপি দলীয় কার্যালয়ে জমায়েত শুরু করে। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সংকল্প যাত্রার অংশ নিতে আসা যুব সংগঠনের সদস্যদের আটক করে। তাদের নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়ি থানায়। গ্রেফতার করা হয়েছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে।
আরও পড়ুন: আফগান বংশোদ্ভূত হলিউড অভিনেত্রীর বাইডেনকে প্রশ্ন
বিজেপির অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় এ রাজ্যে ৪০ জনের বেশি বিজেপি কর্মী শহিদ হয়েছেন। বহু কর্মী এখনও ঘরছাড়া, ভিন রাজ্যে থাকতে বাধ্য হচ্ছেন অনেকেই। সেই কারণেই এদিনের এই কর্মসূচি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে ৪ মন্ত্রীর। সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বার্লা এবং শান্তনু ঠাকুর নিহত কর্মীদের বাড়ি যাবেন বলে সূত্রে খবর। এর আগে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ পালন করতে গিয়ে সোমবার পুলিশের হাতে গ্রেফতার হন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সহ অনেক বিজেপি নেতারা।