কলকাতা : হ্যাক করা হল অগ্নিমিত্রা পলের ট্যুইটার অ্যাকাউন্ট।লালবাজারে অভিযোগ দায়ের বিজেপি বিধায়কের।তদন্তে লাল বাজারের সাইবার ক্রাইম বিভাগের পুলিশ।
‘তাঁর’ নাম দিয়ে সার্চ করলে মিলছে ভুয়ো অ্যাকাউন্ট। এমনটা দেখেই মঙ্গলবার তড়িঘড়ি লালবাজারের সাইবারক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন অগ্নিমিত্রা পল। এ বিষয়ে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রীর অভিযোগ, বেশ কয়েকদিন আগেই একটি অপরিচিত নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে এটি মেসেজ আসে।যেখানে কপিরাইট ইস্যুর বিরুদ্ধে একটি অনলাইনে একটি ফর্ম ফিল আপের জন্য বলা হয়। তার জন্য একটি লিংকও দেওয়া হয় অগ্নিমিত্রাকে।
লালবাজারে অভিযোগ দায়ের অগ্নিমিত্রা পলের
ঘটনাচক্রে সেই লিঙ্কে ঢুকে ফর্মটি ফিলাপ করে পাঠিয়ে দেন তিনি। এরপরই তাঁর কাছ থেকে ইমেল আইডি চাওয়া হয়। তিনি সেটাও দিয়ে দেন। এরপরে তার ইমেল আইডি থেকেই সমস্ত ডাটা চুরি করে হ্যাক করা হয় অ্যাকাউন্টটি। এবং তারপরে ডিএক্টিভেট হয়ে যায় তার ভেরিফাইড ট্যুইটার অ্যাকাউন্ট।
আরও পড়ুন নিম্নচাপের জেরে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন রাস্তা, নাকাল নিত্যযাত্রীরা
কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত বা বিজেপি বিধায়কের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টটি কে হ্যাক করলেন? তা এখনও জানা যায়নি। এই নিয়েই তদন্ত শুরু করেছে লালবাজার থানার সাইবার ক্রাইম ব্রাঞ্চ। লালবাজারে অভিযোগ জানানোর পাশাপাশি তিনি অভিযোগ জানিয়েছেন ট্যুইটার ইন্ডিয়াকেও।