কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ক্রীড়াক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলল রাজ্য। জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে। ২৭ একর জমিতে ৫০ কোটি টাকা খরচ করে এই পরিকাঠামো তৈরি করা হয়েছিল। বর্তমান সময়ে এই প্রকল্পটির মূল্য ৪০০কোটি টাকা। কিন্তু দীর্ঘ পাঁচ বছর ধরে এই জমি পড়ে রয়েছে। জন্মে গিয়েছে ঘাস।
জলপাইগুড়ির এই ক্রীড়াঙ্গন ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল, জিমন্যাস্টিক্স, টেবিল টেনিসের মত সব খেলাগুলির বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র হওয়ার কথা ছিল। সেই মতই তৈরি হয়েছিল পরিকাঠামো। কিন্তু অজ্ঞাত কারণে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এই ক্রীড়াঙ্গন চালু করার ক্ষেত্রে সম্মতি জানায়নি। একাধিকবার এই বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন – ভবানীপুরে টার্গেট করে পরিকল্পনামাফিক হামলা তৃণমূলের, অভিযোগ দিলীপের
কিন্তু কেন্দ্রীয় তরফ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। ফলে, এই ক্রীড়াঙ্গনে কোনও রকম অনুশীলন করা সম্ভব হয়নি। এমনকী এত বড় প্রোজেক্টের রক্ষণাবেক্ষণও করা হয়নি। মনে করা হয়েছিল এই ক্রীড়াঙ্গনের বিষয়ে সদিচ্ছা প্রকাশ করবেন ক্রীড়া মন্ত্রী কিরণ রিজজু। কিন্তু লাভ হয়নি। অবহেলাতেই পড়ে রয়েছে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন।
অবহেলায় পড়ে রয়েছে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন
আরও পড়ুন – শুভেন্দুর রক্ষাকবচ মামলায় স্বাধিকার নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট
জলপাইগুড়িতে ৫০ কোটি টাকা খরচা করে এই পরিকাঠামো তৈরি করা হয়েছিল। এর পর তা ৮ ডিসেম্বর ২০১৬ সালে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অর্থাৎ সাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল। এতদিন অপেক্ষা করার পর আগামী আর তিন মাস অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই তিন মাসের মধ্যে এ বিষয়ে কেন্দ্রীয় তরফে কোনও সদুত্তর না মিললে এই প্রকল্প থেকে হাত গুটিয়ে নেবে রাজ্য, জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।