কলকাতা: আজ রবিবার বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনে চাকরিহারাদের আন্দোলনের (Jobless Teachers Protest) ১৯তম দিন। এখনই আন্দোলনে ইতি টানতে নারাজ তাঁরা। শুক্রবার বিকাশ ভবনের (Bikash Bhavan) সামনের রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রাস্তা আটকে বসে সাধারণ মানুষদের অসুবিধা করা যাবে না বলে জানায় হাইকোর্ট (Calcutta High Court)। আন্দোলনের বিকল্প জায়গা হিসেবে পার্শ্ববর্তী একটি মাঠে অবস্থান করতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের। হাইকোর্টের নির্দেশের পর আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে পুলিশ ঘুরে দেখে ঠিক করে সেই জায়গা।
যদিও রাজ্য প্রশাসনকে সেই ফাঁকা মাঠে অস্থায়ী ছাউনি (Shade), পানীয় জল (Drinking Water) এবং শৌচাগারের (Toilet) ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই সকল ব্যবস্থা কার্যকর হলে বিকাশ ভবনের সামনে রাস্তা ছেড়ে ওই জায়গায় যাবে আন্দোলনকারীরা।
আরও পড়ুন: আগামিদিনে বৃহত্তর আন্দোলনের পথে তাঁরা হাঁটবেন, হুঁশিয়ারি চাকরিহারাদের
হাইকোর্টের নির্দেশ মতো আন্দোলনকারীদের জন্য বিকাশ ভবনের অদূরে সেন্ট্রাল পার্ক (Central Park) সংলগ্ন রাস্তার ধারে ফুটপাতের উপর তৈরি হচ্ছে অস্থায়ী ছাউনি। একইসঙ্গে চলছে ছাউনির বাঁশ বাঁধার কাজও। এই জায়গাতেই চাকরিহারারা তাঁদের পরবর্তী আন্দোলন চালিয়ে যাবেন।
দেখুন অন্য খবর