ওয়েবডেস্ক- চাকরিহারা (Jobless) শিক্ষক সুমন বিশ্বাসকে (Teacher Suman Biswas) বিধাননগর পুলিশের (Bidhannagar Police) জিজ্ঞাসাবাদ। এই প্রসঙ্গে সুমন বিশ্বাস জানিয়েছেন, গত ১৫ মে বিকাশ ভবন (Bikash Bhavan) অভিযান হয়েছিল, সেই ঘটনার প্রেক্ষিতে তাকে ডাকা হয়েছে।
সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি আধিকারিকদের আটকে রাখা। সেই কাজে তিনি কোনভাবেই যুক্ত নয় ঐদিন দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ঘটনাস্থলেই ছিলেন না। আন্দোলনকে প্রতিরোধ করার জন্যই পুলিশ দিয়ে এইভাবে ডাকা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৫ মে চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান। এরপরেই বিধাননগর পুলিশের শুভমতো মামলা। সরকারি সম্পত্তি ভাঙচুর, দাঙ্গার চেষ্টা সহ একাধিক ধারা দেয়া হয়। এরপর থেকেই বিধান নগর গোয়েন্দা পুলিশ একাধিক চাকরিহারা শিক্ষক শিক্ষিকাকে ডেকে জিজ্ঞাসাবাদ চালায়। গত ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন চাকরিহারারা। গত ৭ মে তারিখ থেকে তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। এর পরেই ১৫ মে বিকাশ ভবন অভিযানের ডাক দেন তারা। সেই অভিযানে ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যা নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খায় পুলিশ। তারা সাত দাবি সামনে রাখে। সেই দাবিগুলি হল সসম্মানে তাঁদের
আরও পড়ুন- দিঘার মন্দিরকে ‘জগন্নাথ ধাম’ আখ্যা, জনস্বার্থ মামলার আবেদন বিশ্ব হিন্দু পরিষদের
১) শিক্ষকতার পদে ফেরানোর ব্যবস্থা করতে হবে সরকারকেই। ২) রিভিউ-সহ অন্যান্য আইনি প্রক্রিয়া সমস্যা সমাধানের দায়িত্ব নিতে হবে সরকারকেই । ৩) যোগ্য-অযোগ্যের সঠিক তালিকা প্রকাশ করতে হবে এসএসসি দফতরকে । ৪) একই পদের জন্য বার বার পরীক্ষা নেওয়া চলবে না। ৫) সরকার স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করে যোগ্যদের নতুন প্যানেল প্রকাশ করুক। ৬) সিবিআই তদন্তের রিপোর্ট আমলযোগ্য নয় বলায় প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। ৭) নিয়োগে স্বচ্ছতা ও সম্মানের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ দাবি।
দেখুন আরও খবর-