কলকাতা : দু’লাখ দিলে মিলবে ৫০ থেকে ৬০ লাখ। ঠিক এইভাবেই ফাঁদ পেতে বিহারের ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ। বিধান নগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার দুই। অভিযুক্তদের নাম অজয় প্রকাশ মিশ্র(হরিয়ানা)এবং ঋষিত পঙ্কজ জোবালিয়া (মুম্বাই)
ওই ব্যাবসায়ীর অভিযোগ, বিহারের বাসিন্দা ব্যবসায়ী সুরজ কুমার ও তাঁর পার্টনার মিলে একটি কোম্পানি চালান। লকডাউনের কারণে তাঁরা অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন। সেই সময় এক ব্রোকার সে অভিযোগকারির সাথে দেখা করে বলে লোন পাইয়ে দেবে।
সে এই লোনের বিষয়ে পঙ্কজ ও অজয় নামে দুই ব্যক্তি দেখা করায়। তারা অভিযোগকারীকে বলে বিজনেস লোন পাইয়ে দেব। তার জন্য প্রসেসিং ফি হিসাবে ২০ হাজার টাকা দিতে হবে।
আরও পড়ুন – সরকারি আবাসন দখল মামলায় রাজ্যকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট
কিছুদিন পর আবার ওই দুই অভিযুক্ত অভিযোগকারীর সঙ্গে দেখা করার কথা বলে। চাওয়া হয় আরও দু লাখ টাকা। বলা হয় এই দুই লাখ দিলেই ৫০/৬০ লাখ টাকা লোন পাইয়ে দেওয়া হবে। সেই মত ২৩ সেপ্টেম্বর তারিখে সল্টলেকের একটি গেস্ট হাউসে দু লাখ টাকা নিয়ে আসেন ওই ব্যাবসায়ী। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন জন কর্মচারী। তখনও তিনি জানতেন না প্রতারণার শিকার হতে চলেছেন তিনি।
আরও পড়ুন – উপনির্বাচন নিয়ে কমিশনের হলফনামায় অসন্তুষ্ট আদালত, স্থগিত রায়দান
সেই সময় বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ সূত্র মারফত খবর পেয়ে ওই গেস্ট হাউসে রেড করে। হাতেনাতে দুজনকে ধরে ফেলে। পুলিশ ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এরা বিজনেস লোন পাইয়ে দেওয়ার নাম করে আরও বহু ব্যবসায়ীকে প্রতারিত করেছে। এরপর বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ বিধান নগর সাইবার ক্রাইম থানায় কেস রেফার করে। অভিযোগের ভিত্তিতে ওই দুই প্রতারককে গ্রেফতার করা হয়।