কলকাতা: ভবানীপুরে ব্যবসায়ী খুনের রেশ কাটতে না কাটতেই শহর কলকাতায় ফের খুনের ঘটনা। স্বামীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার স্ত্রী। স্বামীকে খুন করে আত্মহত্যার ঘটনা সাজায় স্ত্রী। মৃতের নাম উৎসব মণ্ডল। মৃতের বাবা দেবব্রত মণ্ডলের অভিযোগের ভিত্তিতে ভবানীপুর থানার পুলিস তাঁর পুত্রবধূ রিংকি পালকে গ্রেফতার করেছে। পুলিসের দাবি, ময়নাতদন্তের রিপোর্টে ওই যুবককে খুনের প্রমাণ মিলেছে। গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে যুবককে।
পুলিস সূত্রে খবর, সোমবার সন্ধেয় ভবানীপুরের ৪৮ নম্বর চক্রবেড়িয়া রোডের ঘর থেকে উৎসবের দেহ উদ্ধার করা হয়েছে। দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রী ঘরের ভিতরেই ছিলেন। ওই যুবকের বিশেষ কিছু উপার্জন ছিল না। তা নিয়েই তাঁদের দুজনের মধ্যে ঝামেলা হত। গত বছরের নভেম্বর মাসে উৎসবের সঙ্গে রিংকি পালের বিয়ে হয়। আগে ভাড়া বাড়িতে থাকলেও দিন দশেক আগে ওই দম্পতি চক্রবেড়িয়ায় উৎসবদের পৈতৃক বাড়িতে চলে আসেন।
শুধুমাত্র সম্পর্কে টানাপোড়েনের জের, নাকি অন্য কোনও কারণে ওই যুবককে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। রিংকি জেরায় জানিয়েছেন, তাঁর স্বামী আত্মহত্যা করতে গিয়েছিলেন। তিনি বাঁচানোর চেষ্টা করেন। রিংকিকে আরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকেরা। মৃতের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, উৎসবের দেহে কালশিটের দাগ রয়েছে।