কলকাতা: ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের জন্য শুক্রবার মনোনয়ন জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এ দিন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং সিপিএম প্রার্থী শ্রীজীব ভট্টাচার্য মনোনয়ন জমা দেবেন। প্রিয়াঙ্কার মনোনয়নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ অর্জুন সিং, সাংসদ সৌমিত্র খাঁ এবং প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী উপস্থিত থাকতে পারেন।
প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর রবিবার প্রথম প্রচারে নামেন প্রিয়াঙ্কা। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর সমর্থনে প্রচারে যোগ দেন। দেশবন্ধু মার্কেট এবং লি রোডে চা চক্রে যোগ দেন তাঁরা। প্রিয়াঙ্কার সমর্থনে দেওয়ালও বিজেপির রাজ্য সভাপতি। হরিশ মুখার্জি রোডের গুরুদ্বারের কাছে একটি ধাবায় জনসংযোগও সারেন প্রিয়াঙ্কা। রবিবার সকাল থেকে ভারতীয় ভাষা পরিষদ ভবনে কার্যকর্তা সম্মেলন হল। সেখানে ছিলেন শুভেন্দু, অর্জুন ও সৌমিত্র।
আরও পড়ুন: উন্নয়নের ছবি ‘চুরি’, উত্তরপ্রদেশের উন্নয়ন প্রচারে বাংলার ‘মা’-মমতাই ভরসা যোগীর
৪১ বছর বয়সী প্রিয়াঙ্কা হাজরা ল কলেজ থেকে আইনে স্নাতক। বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রিয়াঙ্কা কলকাতা হাইকোর্টের আইনজীবী। বাংলায় ভোট পরবর্তী অশান্তি মামলায় রাজ্যের বিরোধী পক্ষের আইনজীবী তিনি। ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন। একসময় বাবুল সুপ্রিয় আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্রে ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে হেরে যান প্রিয়াঙ্কা।
বাম প্রার্থী শ্রীজীব আলিপুর আদালতের আইনজীবী। তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেরই বাসিন্দা। ছাত্রাবস্থা থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত এই যুবনেতা। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে সম্ভাব্য প্রার্থী হিসেবে শ্রীজীব ছাড়াও দলের যুবনেতা কলতান দাশগুপ্ত এবং রাজেন্দ্র প্রসাদের নাম নিয়েও আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত শ্রীজীব ভট্টাচার্যের নামেই সিলমোহর দেয় আলিমুদ্দিন।
আরও পড়ুন: ভোট ঘোষণা হতেই ‘নাচছে’ এজেন্সি, পিছনে মোদি-শাহ: মমতা
৩০ সেপ্টেম্বর উপনির্বাচন ভবানীপুরে। সেদিন সাধারণ নির্বাচন হবে মুর্শিদাবাদে জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও। সংযুক্ত মোর্চার প্রার্থীদের মৃত্যুর কারণে ওই দুটি কেন্দ্রে ভোট স্থগিত হয়ে গিয়েছিল।