কলকাতা: বৈশাখে মাঝের কয়েকটা দিনে প্রবল গরমে জ্বলেছে বাংলা। এবার নিম্নচাপের চোখ রাঙানি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। সেই নিম্নচাপই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কতোটা প্রভাব পড়বে বাংলায়? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রুপ নেবে। দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি আরও শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যার অভিমুখ ওডিশা উপকূলের দিকে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাতেও পড়বে। পুরো সিস্টেমটির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা।
ঘূর্ণিঝড়ের জেরে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা আন্দামান নিকবরে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় ওডিশা উপকুলের ইতিমধ্যেই সতর্কতা জারি হয়েছে। সকলকে নিরাপদে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘণ্টায় সুমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। এদিনও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বাতাসে আর্দ্রতা থাকায় ফের ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি কলকাতায়।