সল্টলেক: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গের বাসিন্দাদের। সূর্যের প্রখর তাপে নাভিশ্বাস ওঠার যোগাড় আমজনতার। এরই মধ্যে এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে পথে নামল বিজেপি। কর্মসংস্থানের দাবি ছাড়াও শিক্ষক ও পুলিস নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বিজেপির যুব মোর্চার বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার। বিকাশ ভবনের আশপাশে একাধিক ব্যারিকেড তৈরি করে পুলিস।
বিজেপি যুব মোর্চার মিছিল অবশ্য হেলায় একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত জলকামানের ব্যবহার করে পুলিস। জলকামানের মধ্যে একাধিক ব্যারিকেড ভাঙেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির মিছিলে যোগ দেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ব্যারিকেড ভাঙছেন বিজেপি কর্মীরা
পুলিসের জলকামানে ভিজে যান সুকান্তও। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার বলেন, কয়েক লক্ষ টাকা দিয়ে বহু পরীক্ষার্থী চাকরি পেয়েছেন। নবান্নের ১৪ তলায় বসে প্যানেল তৈরি করা হয়েছে। পুলিস-সিআইডি সবটা জেনেও চুপ করে বসেছিল। কোর্টের নির্দেশে সিবিআই ঘটনার তদন্ত করছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চের দয়ায় ‘বেঁচে’ রয়েছেন বলেও কটাক্ষ করেন সুকান্ত।
Mamata Banerjee has killed democracy in West Bengal. We told Police to arrest/detain us but not resort to lathi-charge. But they did. Male cops attacked our women workers. As per my info, four workers need hospitalisation, one already hospitalised: Sukanta Majumdar, WB BJP chief pic.twitter.com/upgD5oT7KD
— ANI (@ANI) April 26, 2022
আরও পড়ুন: South Point School: গরমের জন্য এ সপ্তাহে বন্ধ সাউথ পয়েন্টের অফলাইন ক্লাস