কলকাতা: ই-সিম ব্যবহার করে অভিনব কায়দায় ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলেন শহরের এক ব্যবসায়ী। ভুয়ো মেসেজের মাধ্যমে প্রায় ৮৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় বেকায়দায় ব্যবসায়ী শিবম আরোরা। আর এই ধরনের জালিয়াতি দেখে রীতিমতো তাজ্জব লালবাজারও। সল্টলেকের বাসিন্দা ওই ব্যবসায়ীর অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন লালবাজারের গোয়েন্দারা। তারপরেই দূষ্কৃতীদের ধরতে তদন্তভার নিজের হাতে তুলে নেয় লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি শাখার গোয়েন্দারা।
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থানের সিকার
পুলিশ সূত্রে খবর, গত সোমবার ঘটনায় আক্রান্ত শিবম আরোরার মোবাইলে কতগুলি মেসেজ আসে। তাতে বলা হয়, ‘ আপনি যদি আপনার মোবাইলের সিম নম্বর পাল্টাতে চান তাহলে জানান। ‘ এরকম প্রায় ৫০০ টি মেসেজ আসে শিবম বাবুর মোবাইলে। শিবম বাবুর কথায় সবকটি মেসেজে ‘নো’ করলেও একটিতে ভুল করে ‘ইয়েস’ করে দেন তিনি। তারপরেই ঘটে বিপত্তি। এই ঘটনার কিছুক্ষণ বাদেই হেয়ার স্ট্রেট সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮৪ লক্ষ টাকা উধাও হয়ে যায়। এমন অভিযোগ করেন শিবম আরোরা। দ্বারস্থ হন পুলিশের।
আরও পড়ুন: দিশা রবির ব্যক্তিগত চ্যাটিং ফাঁস করা হয়নি, আদালতকে সাফাই দিল্লি পুলিশের
এই প্রথম নয়, অতীতেও একাধিকবার ব্যাঙ্ক জালিয়াতিক শিকার হয়েছেন শহরবাসী। এটিএম কার্ডের ক্লোন করে কিংবা ফোন করে গ্রাহকদের অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জেনে নিয়ে লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে এই শহরে। এই ঘটনায় কখনও দিল্লি থেকে নাইজেরীয় দুষ্কৃতীরা ধরা পড়েছে পুলিশের হাতে। কিন্তু এই প্রথমবার শহরে এমন অভিনব জালিয়াতিতে উদ্বিগ্ন লালবাজারও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।