কলকাতা: পার্ক স্ট্রিট এলাকার হোটেল থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক (Bangladeshi National Arrested)। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে মার্কোয়েস স্ট্রিটের একটি হোটেল থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ধৃত বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা। ধৃতের কাছ থেকে একাধিক জাল নথি উদ্ধার হয়েছে। প্রায় দুবছর আগে বাংলাদেশ থেকে বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। এসেশে এসে নাম ভাঁড়িয়ে ভারতীয় পাসপোক্ট বানিয়ে কলকাতায় থাকছিলেন।
পুলিশ সূত্রের খবর, গোপন সূত্রের আসে মার্কোয়েস স্ট্রিটের একটি হোটেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কর্মরত রয়েছেন। খবর পেয়ে পার্ক স্ট্রিট (Park Street) থানার পুলিশ শুক্রবার রাতে মার্কোয়েস স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালায়। হোটেলে অভিযান চালিয়ে সেলিম মাতুব্বর নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে আধার কার্ডের ফোটোকপি। সেখানে তাঁর নাম রবি শর্মা। পাসপোর্টে ‘জন্মস্থান’ হিসেবে উল্লেখিত হয়েছে রাজস্থান। রয়েছে দিল্লির একটি ঠিকানাও। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া সমস্ত নথি জাল। পুলিশের জেরায় ধৃত জানায়, সে বাংলাদেশের মাদারিপুর জেলার বাসিন্দা। সে দেশে একটি রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। রাজনৈতিক ঝামেলার কারণে ওই দেশ ছেড়ে এ দোশে পালিয়ে আসে। প্রায় ২ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে। এরপর কাজ নেয় পার্ক স্ট্রিটের এক হোটেলে।
আরও পড়ুন: নয়া বিধায়কদের শপথ গ্রহণ সোমবার, থাকবেন মুখ্যমন্ত্রী?
শনিবার সেলিমকে আদালতে তোলা হবে, তদন্তের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানাবে পুলিশ। ভারতে অনুপ্রবেশের পিছনে তার অন্য কোনও উদ্দেশ ছিল কি না তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ধৃতের সঙ্গে কোনও আন্তর্দেশীয় অপরাধচক্রের যোগাযোগ থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। খোঁজ নেওয়া হচ্ছে পাসপোর্টে উল্লিখিত রাজস্থান এবং দিল্লির ঠিকানাতেও।
অন্য খবর দেখুন
The post পার্ক স্ট্রিট এলাকার হোটেল থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক first appeared on KolkataTV.
The post পার্ক স্ট্রিট এলাকার হোটেল থেকে গ্রেফতার বাংলাদেশি নাগরিক appeared first on KolkataTV.