কলকাতা: অবৈধ অনুপ্রবেশ (Infiltration) দমনে কড়া অবস্থা নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার (Arrest) হয়েছেন অবৈধভাবে অনুপ্রবেশকারী এবং বসবাসকারী বাংলাদেশি (Bangladeshi) নাগরিকরা। আর এবার খাস কলকাতার বুকে ধরা পড়ল এক বাংলাদেশি। রবিবার কালীঘাট থানার (Kalighat PS) পুলিশ পাকড়াও করে এক বাংলাদেশিকে।
সূত্রের খবর, এদিন কলকাতার কালীঘাট এলাকা থেকে অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম আজাদ শেখ বলে জানিয়েছে কালীঘাট থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতে বসবাস করছিল ধৃত বাংলাদেশি নাগরিক। আজ নয়, ২০২৩ থেকে সে অবৈধভাবে ভারতে থাকছিল বলেও জানিয়েছে পুলিশ। আর সেই কারণেই পুলিশ আজাদ শেখকে গ্রেফতার করে।
আরও পড়ুন: আজও বিকাশ ভবনের সামনে রাস্তায় বসে চাকরিহারারা
শুধু কলকাতা নয়, শনিবার রাতে মুর্শিদাবাদ থেকেও তিন মহিলা সহ আট বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে মুর্শিদাবাদ থানার পুলিশ। বাংলাদেশে ফেরার পথেই তাদের পাকড়াও করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা গুজরাত সহ একাধিক রাজ্যে পরাযায়ী শ্রমিকের কাজ করত। ধৃতদের বিরুদ্ধে দু’দিন আগেই বহরমপুরে এসে গা ঢাকা দেওয়ার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, বেআইনিভাবে ভারতে ঢুকে বসবাসকারী ভিনদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইতিমধ্যে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। কিছুদিন আগেই ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে প্রচুর বাংলাদেশি রয়েছেন, যাদের দেশে ফেরত পাঠানো উচিত। তারপর থেকেই এই বিষয়ে তৎপর হয়েছে বিএসএফ এবং রাজ্য পুলিশ।
দেখুন আরও খবর: