ওয়েব ডেস্ক: ব্যাঙ্কক যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) যান্ত্রিক ত্রুটির কারণে মাঝরাতে থমকে গেল থাই লিয়ন এয়ারের একটি আন্তর্জাতিক উড়ান। উড়ান ছাড়ার মুখে রানওয়ের কাছাকাছি গিয়ে আচমকাই থেমে যায় বিমানটি। সেই সময় বিমানে ছিলেন সমস্ত যাত্রী। পরিস্থিতি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ফের একবার বিমান যাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীরা।
থাই লিয়ন এয়ারের এসএল-২৪৩ (SL243) বিমানটি শনিবার রাত ২টো ৩৫ মিনিটে কলকাতা থেকে ব্যাঙ্ককের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই যাত্রীদের বিমানে তুলে নেওয়া হয়। বিমানটি টেকঅফের জন্য রানওয়ের দিকে এগিয়েও যায়। কিন্তু ঠিক বাঁক নেওয়ার মুখে আচমকা থেমে যায়। জানা গিয়েছে, ওই বিমানের ফ্ল্যাপ সিস্টেম বিকল হয়ে যায়, ফলে নির্ধারিত সময়ে বিমানটি উড়ে যেতে পারেনি।
আরও পড়ুন: নরেন্দ্রপুরে খুন তৃণমূল কর্মী! তদন্তে পুলিশ
ঘটনার জেরে প্রায় তিন ঘণ্টা যাত্রীদের বিমানের মধ্যেই বসিয়ে রাখা হয়। অভিযোগ, সেই সময় বিমানের ভিতরে এয়ার কন্ডিশনিং সিস্টেমও কাজ করছিল না। ফলে তীব্র অস্বস্তির মধ্যে পড়েন যাত্রীরা। পরে, শনিবার ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে এবং সেটি আপাতত বাতিল করা হচ্ছে।
এরপর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় এবং হোটেলে থাকার ব্যবস্থা করা হয় সংস্থার তরফে। বিমান সংস্থা জানিয়েছে, ওই বিমানের মেরামতির কাজ চলছে এবং সমস্ত যাত্রীদের রবিবার ভোর ৪টা নাগাদ ওই বিমানে করেই ব্যাঙ্কক পাঠানো হবে।
এই ঘটনার পর যাত্রী নিরাপত্তা ব্যবস্থা ও জরুরি পরিস্থিতিতে ব্যবস্থাপনা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে বিমান সংস্থার ভূমিকা ঘিরে। দীর্ঘক্ষণ বিমানেই বসিয়ে রাখার মতো পরিস্থিতিকে ‘অযৌক্তিক’ ও ‘অমানবিক’ বলেও অভিযোগ তুলেছেন অনেক যাত্রী।
দেখুন আরও খবর: