কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে (Ration Scam) একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে ইডি (ED)-র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, এবার ধৃত বাকিবুর রহমানের (Bakibur Rahaman) নামে একাধিক বেনামি রেশন দোকানের হদিশ পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় এমন একাধিক রেশন দোকানের হদিশ পেয়েছে ইডি। এইসব দোকান যাদের নামে রয়েছে, ইতিমধ্যে তাদের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে লিশ্চিত হয়েছে তদন্তকারীরা। পাশাপাশি বাকিবুরের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশকিছু চালান পাওয়া গিয়েছে। যেখানে রাজ্য সরকার ও খাদ্য দফতরের নাম লেখা ছিল। সেই চালান থেকে এফপিএস-র ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলি মিলেছে বলে ইডি সূত্রে খবর।
এদিকে সোমবার ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) দাদা দেবপ্রিয় মল্লিক। এদিন তিনি সকাল ১০টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেন। ১১টা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে যান তিনি। ইডিকে একটি এক পাতার চিঠি জমা দিয়ে এসেছেন বলে সাংসবাদিকদের জানান তিনি। রবিবার জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী মল্লিককে তলব করেছিল ইডি। নথি নিয়ে তিনি সিজিও কমপ্লেক্সেও গিয়েছিলেন। তবে তিনি নাকি নথি জমা দিতে পারেননি। আজ তাঁকে ফের হাজিরা দিতে বলা হয়েছে।
ইডির (ED) স্ক্যানারে এবার জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) ঘনিষ্ঠ কাউন্সিলররা (Councilor)। রেশন দুর্নীতি মামলায় লাভ্যাংশের ভাগ গিয়েছে বেশ কিছু কাউন্সিলরদের কাছেও। তালিকায় রয়েছে বরানগর, দমদম, মধ্যমগ্রাম, বনগাঁ সহ উত্তর ২৪ পরগনার বেশ কিছু কাউন্সিলর। জ্যোতিপ্রিয়র কনফিডেনশিয়াল সেক্রেটারিদের জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর, খুব দ্রুত তাঁদের তলব করার প্রক্রিয়া শুরু করা হবে।