কলকাতা: জন্মাষ্টমীর রাতে নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে দুই ছিনতাইবাজের কবলে পড়েন কালীঘাটের এক দম্পতি। তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় টাকার ব্যাগ। মঙ্গলবার ওই দম্পতি কালীঘাট থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কালীঘাট থানার পুলিশ।
রাস্তার সিসিটিভির ফুটেজ দেখে শুরু হয় পুলিশের তদন্ত। তাতেই পুলিশের হাতে ধরা পড়ে যায় ছিনতাইবাজ প্রেমিক-প্রেমিকা সঞ্জীব মাঝি ওরফে বাবাই এবং সুদীপ্তা দে সরকার। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের সমস্ত মালপত্র উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ব্যবহৃত একটি স্কুটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মনোহরপুকুরের এক আত্মীয়ের বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে গিয়েছিলেন ওই দম্পতি। অনুষ্ঠান সেরে গভীর রাতে তাঁরা হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন। নিজেদের মধ্যে গল্পে মশগুল ছিলেন। সেই সময় স্কুটি চালিয়ে পিছন দিক থেকে এসে তাঁদের ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় সঞ্জীব এবং সুদীপ্তা।
সেই ব্যাগে ছিল নগদ টাকা, আধার কার্ড, মেট্রোরেলের স্মার্ট কার্ড এবং মোবাইল ফোন। ঘটনার পর বাড়ি ফিরে আসেন দম্পতি। সকাল হতেই থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইয়ে ব্যবহৃত স্কুটির নম্বর প্লেট শনাক্ত করে। তার সূত্র ধরে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় ছিনতাইবাজ প্রেমিক ও প্রেমিকাকে।