কলকাতা: বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷ সাংসদ হিসেবে যতটুকু প্রয়োজন ততটুকুই যোগাযোগ রাখেন৷ সেই তিনিও প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হওয়ার খবরে আনন্দিত৷ ফেসবুক পোস্টে বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন আসানসোলের সাংসদ৷
ফেসবুক পোস্টে বাবুল লিখেছেন, ‘অনেক অভিনন্দন প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে৷ অত্যন্ত উদ্যমী মেয়ে৷ লড়াকু নেত্রী৷ অনেক আইনি লড়াইয়ে আমাকে সাহায্য করেছে৷ নির্দিষ্ট কারণে একসময় তাঁকে দলে যোগ দেওয়ার জন্য জোর করেছিলাম৷ আজ তাঁর জন্য আমি অত্যন্ত খুশি৷ জীবনে জয়-পরাজয়টা সব নয়৷ আসল হল, কঠিন যুদ্ধে লড়াই করার সাহস দেখানো৷ প্রিয়াঙ্কার জন্য আমার শুভেচ্ছা রইল৷ আমি সবসময় তরুণদের দলে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছি৷ সবসময় তাঁদের সমর্থন করেছি৷ আমি বিশ্বাস করি আগামী দিনে তাঁরা দলকে গর্বিত করবে৷’
আরও পড়ুন: প্রিয়াঙ্কা লড়াকু নেত্রী, বিজেপির প্রতিবাদী মুখ: দিলীপ
বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্ট৷ শুক্রবার৷
আরও পড়ুন: ‘সমীক্ষা’ করতে নিউজ ক্লিক ও নিউজ লন্ড্রির দফতরে আয়কর হানা
২০১৪ সালের লোকসভা ভোটের পর বিজেপিতে যোগ দেন প্রিয়াঙ্কা৷ পরের বছর কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থী হন৷ কিন্তু হেরে যান৷ সেই তাঁকে ২০২০ সালে যুব মোর্চার সহ-সভাপতির দায়িত্ব দেয় বিজেপি৷ পরের বছর ভোটে প্রার্থী হন৷ এন্টালি থেকে ভোটে দাঁড়ান৷ এবারও হেরে যান৷ তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে পরাজিত হন তিনি৷ পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা বাবুলের আইনি পরামর্শদাতা ছিলেন৷ দলে যোগ দেওয়ার পর ক্রমশ শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন তিনি৷ সেই প্রিয়াঙ্কা ভবানীপুর কেন্দ্রে মমতার বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস৷