কলকাতা : গত দু’দিন ধরেই রোদ ঝলমলে আকাশ। সকালে হালকা শীতের আমেজ। হেমন্তের পরিবেশ রাজ্যে। তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই শহরবাসীর। ফলে উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও থাকছে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
শুষ্ক আবহাওয়ার শুরু হয়েছে রাজ্যে। শহরে হেমন্তের আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। ফলে, রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। বাংলাদেশ সংলগ্ন কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। যার ফলে কলকাতা-সহ উপকূলের জেলাগুলি, যেমন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুরের আকাশও থাকবে আংশিক মেঘলা। যদিও বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। তবে, হালকা বৃষ্টি হলেও হতে পারে।
উত্তরবঙ্গের হালকা বৃষ্টি চলবে। সোমবার থেকে দার্জিলিং কালিম্পংএ দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মালদা ও দিনাজপুরে থাকবে শুষ্ক আবহাওয়া।
আরও পড়ুন – বৃষ্টি থামতেই সিকিমে তুষারপাত, আনন্দে মাতোয়ারা পর্যটকরা
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা কমবে। সকালের দিকে মনোরম থাকবে পরিবেশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি । বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।
আগামী ২৬ অক্টোবর মঙ্গলবার এর মধ্যেই পুরো দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা। তবে, দেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় শুরু হলেও ‘রিটার্ন মনসুন’ শুরু হবে দক্ষিণ ভারতে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। সোমবার থেকেই দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে দক্ষিণ ভারতের তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এবং কেরলে।
আরও পড়ুন – বৃষ্টি কমতেই কুয়াশার চাদরে ঢাকল ডুয়ার্স
বর্ষা বিদায় পর্ব শুরু হতেই উত্তর পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চন্ডিগড় ও দিল্লিতে বৃষ্টির সম্ভাবনা।