কলকাতা: থানার ভিতরে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে একবালপুর থানায়। মঙ্গলবার দুপুরে শাকিলা খাতুন নামে ওই বৃদ্ধা অভিযোগ জানাতে থানায় আসেন। অভিযোগের তির তাঁর ছেলে মোহাম্মদ ওমর ফারুকের দিকে। মাকে দীর্ঘদিন ধরে মারধর করা ছাড়াও খেতে না দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এমনকি মাকে ধাক্কা দিয়ে ফেলেও দেয় সে। তার পরে গুরুতর আহত অবস্থায় তাঁর মা থানায় আসেন।
ছেলের অত্যাচার আর সহ্য করতে পারছেন না, এই বলেই থানাতেই কান্নাকাটি আরম্ভ করে দেন ওই বৃদ্ধা। তার পরেই গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তদন্তকারী আধিকারিকের ঘরে পুরো ঘটনা ঘটে। থানার একজন মহিলা কর্মী তাঁকে আটকান। ওই বৃদ্ধাকে আশ্বাস দেওয়া হয়, তাঁর অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করবে একবালপুর থানা। পুলিশের তরফে তাঁকে সব রকম ভাবে সাহায্য করবেন।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, পানাগড় যাচ্ছেন না মুখ্যসচিব
এই আশ্বাস দিয়ে থানা থেকে তাঁকে বাড়িতে দিয়ে আসেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, ওই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইকবালপুর থানা। বৃদ্ধার ছেলেকে দ্রুত হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।