নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেফতারির (Agitation) প্রতিবাদে (Protest) উত্তাল দিল্লি। দফায় দফায় বিক্ষোভ আপ কর্মী সমর্থকদের। বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। এই বিক্ষোভে অংশ নেন দিল্লির মন্ত্রীরাও। দিল্লি সরকারের মন্ত্রী অতীশী, সৌরভ ভরদ্বাজকে পুলিশ আটক করে নিয়ে যায়। মন্ত্রী অতীশীর সঙ্গে দিল্লি পুলিশের ধস্তাধস্তি হয়।
দেশ জুড়ে বিজেপির পার্টি অফিসের বাইরে বিক্ষোভ দেখায় আপ সমর্থকরা। দিল্লি, চণ্ডীগড়ে বড় মিছিল হয়। তাছাড়া কলকাতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে। কলকাতা বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেনের দিকে আম আদমি পার্টির সমর্থকরা মিছিল করে যায়। তাঁদের হাতে ছিল সাদা কাগজে লেখা প্ল্যাকার্ড। সেখানে পাল্টা স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। মুখোমুখি সংঘর্ষর উপক্রম হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একসময় দেখা যায় বিজেপি কর্মীরা বাঁশ হাতে হাজির হয়েছে। আপ সমর্থকরা দাবি করেন, তাঁদের মহিলা কর্মী আক্রান্ত হয়েছে। জামা ছিঁড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বামেরা সমর্থন করবে, আশাবাদী নেপাল মাহাতো
আপের দাবি, অরবিন্দ কেজরিওয়াল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করে কেজরিওয়ালকে। তারপরই ক্ষোভে ফেটে পড়েন আপ সমর্থকরা। রাতেই অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে ১৪৪ ধরা জারি করে পুলিশ। শুক্রবার সকাল থেকে বিভিন্ন রাস্তায় বিক্ষোভ দেখায় আপ কর্মীরা।
আরও খবর দেখুন