ভারত সরকারের ভুয়ো পরিচয়পত্র রাখার দায়ে গ্রেফতার ২। ঘটনাটি ঘটেছে লেকটাউন থানার বাঙুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে ওই এলাকায় চলছিল নাকা তল্লাশি। সেই সময়েই নীল বাতি লাগানো একটি গাড়িকে দেখে পুলিশের সন্দেহ জাগে। পুলিশ তাতে তল্লাশি চালায়।
আরও পড়ুন বৃষ্টি চলবে ২ দিন
গাড়ি থামিয়ে চেকিং শুরু হলে সামনে আসে সত্যিটা। পুলিশ চালকের পরিচয়পত্র দেখতে চাইলে ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর পরিচয়পত্র দেখায় গাড়ির চালক। যা দেখা যায় ভুয়ো। এছাড়াও গাড়ির মধ্যে ছিলেন চালকের ভাই। একইভাবে তার কাছ থেকেও উদ্ধার হয় কেন্দ্রীয় সরকারের সিআরপ সি সংস্থার ভুয়ো পরিচয় পত্র।
আরও পড়ুন করোনাপর্বে জঙ্গিদের অর্থ জোগানের অভিযোগ পাক সংগঠনের বিরুদ্ধে
ফলে জাল পরিচয়পত্র রাখার অভিযোগে চালক মোহিত শর্মা এবং তার ভাই নিশান্ত শর্মাকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ । তবে তাদের কাছে কোথা থেকে এই জাল পরিচয়পত্র এলো তা নিয়েই তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ।
আরও পড়ুন গণটিকায় শীর্ষস্থানে বাংলা