নিউ টাউন: গ্রেফতার ভুয়ো পরীক্ষার্থী। অন্যের পরিচয়ে আলিয়া ইউনিভার্সিটিতে ‘অউত ২০২১ ল্যাটারাল এন্ট্রি টু বিটেক’ পরীক্ষা দিতে এসেছিল সে। শুভম ঘোষাল নামের ওই যুবককে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ।
পরীক্ষার্থীর নাম ভাঁড়িয়ে দিব্য বসেছিল পরীক্ষায়। শুরুও হয়ে গিয়েছিল ‘অউত ২০২১ ল্যাটারাল এন্ট্রি টু বিটেক’ –এর পরীক্ষা। কিন্তু শেষরক্ষা হল না। বেশ কিছুক্ষণ পর সন্দেহ হয় শিক্ষকের। পরিচয়পত্র খুঁটিয়ে দেখতেই সন্দেহ আরও বাড়ে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন শিক্ষক। প্রথমে স্বীকার না করলেও শেষপর্যন্ত অন্যের হয়ে পরীক্ষা দিতে বসেছে বলে জানায় অভিযুক্ত।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মির্জা মোহাম্মদ মেহবুবের (পরীক্ষার্থী) সমস্ত নথি। এই পরীক্ষার্থীর বাড়ি আরামবাগের শীতলপুরে। ধৃত শুভম ঘোষালের বাড়ি বাঁকুড়ায়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে বেশ কিছু টাকার বিনিময়ে ধৃত শুভম ঘোষাল এই পরীক্ষা দিতে এসেছিল। দুজনের মধ্যে পরিচয় কীভাবে হল তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা বিষয়টির তদন্ত করবে টেকনো সিটি থানার পুলিশ।
আরও পড়ুন: কথায় কথায় সিবিআই চাইতেন, এখন উল্টো সুর কেন? মমতাকে বিঁধলেন দিলীপ