কলকাতা: তাঁর সঙ্গে অর্জুনের ‘মধুর’ সম্পর্ক বহুল চর্চিত। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর সেই জ্যোতিপ্রিয় মল্লিকের রক্তচক্ষু হয়ে উঠেছিলেন অর্জুন। আর অর্জুনের তৃণমূলের ফেরার মুহূর্তে জ্যোতির বচন, বিজেপিতে না গেলেই ভালো করতেন অর্জুন। বিজেপিতে যাওয়ার পর থেকেই খুন খারাপির মতো অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে।
জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে অর্জুন সিংয়ের রাজনৈতিক বিরোধ অনেক দিন ধরেই প্রকাশ্যে। উত্তর ২৪ পরগনার দাপুটে এই তৃণমূল নেতার সঙ্গে অর্জুনের রাজনৈতিক লড়াই একাধিকবার সামনে এসেছে। সেই অর্জুনের তৃণমূল ঘর ওয়াপসির মুখে জ্যোতিপ্রিয় অনেক শান্ত। আজ আর বিজেপি সাংসদ অর্জুনকে আক্রমণ করতে যেন মন চায় না তাঁর। এককালের রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে জ্যোতিপ্রিয় তাই বলছেন, প্রথম থেকে তো অর্জুন তৃণমূলে ছিলেন। তৃণমূলের হয়ে কাজ করতেন। অন্য দলে না গেলেই ভালোই হত।
বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে দুরত্ব বাড়ছিল অর্জুন সিংয়ের। রাজনৈতিক ভাবে সমস্যার সমাধানের চেষ্টাও হয়েছিল কিছুটা। কিন্তু অর্জুনের গোসা কমাতে পারেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস কাউন্সিলর হিসেবে জীবন শুরু করলেও জীবনের বেশিরভাগ সময় তাঁর কেটেছে তৃণমূলে। মাঝে বিজেপিতে গিয়েছিলেন। রবিবার তৃণমূলে ফেরার মুহূর্তে সেই কথাই যেন আবারও মনে করালেন জ্যোতিপ্রিয়।
আরও পড়ুন- Arjun Singh: তৃণমূলে জন্মলগ্ন থেকে মমতার সঙ্গে ছিলাম: অর্জুন