কলকাতা : রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রথম নয়৷ এর আগেও বিভিন্ন সময়ে নানা ব্যক্তিকে বেনামে হুমকি চিঠি পাঠিয়েছিলেন ধৃত চিকিৎসক অরিন্দম সেন। এবার তাঁর পাঠানো আর একটি চিঠি পাওয়া গিয়েছে যেটি লেখা হয়েছিল জুলি ভট্টাচার্য নামের এক জনৈক মহিলাকে।
জুলি ভট্টাচার্য যিনি কেপিসি মেডিক্যাল কলেজের অধ্যাপিকা। তাঁকে পেশায় চিকিৎসক অরিন্দম সেন স্পিড পোস্ট মারফত একটি চিঠি পাঠিয়েছিলেন। যে দিন রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হয়েছিল ওই একই দিনে শরৎ বোস রোডের পোস্ট অফিস থেকে চিঠিটি পাঠানো হয়েছিল।
চিঠির বয়ানে লেখা হয়েছিল, ম্যাডাম, আপনি কি জানেন kpcmch এর ফার্মাকোলজির বিভাগীয় প্রধান ডাঃ নীনা দাস এবং ফার্মা বিভাগের পিজিটি ডাঃ সঞ্চারী সিনহার মধ্যে একটি তিক্ত সম্পর্ক গড়ে উঠেছে?
বর্তমানে Kpcmh এর লিগাল সেল একদিকে নীনা দাস এবং অন্য দিকে সঞ্চারী সিনহা সংক্রান্ত সমস্ত আইনী চিঠির তদারকি করছে। এই সমস্ত আইনী ব্যাপারে আপনাকেও জড়িয়ে নেওয়া হবে।
আরও পড়ুন – আলাপনের আগে বিভিন্ন মহিলাকে অশ্লীল ও হুমকি চিঠি পাঠিয়েছিলেন চিকিৎসক অরিন্দম
জুলি ভট্টাচার্যকে পাঠানো চিঠি
এই চিঠির পাওয়ার পর নিজের বিভাগে জানান জুলি ভট্টাচার্য। তবে, বিষয়টি আর বেশি দূর গড়ায়নি। ওই একই দিনে জুলি ভট্টাচার্য ছাড়াও ডিরেক্টর মেডিক্যাল এডুকেশন, এনআরএসের প্রিন্সিপাল, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, সায়েন্স সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি বিভাগে চিঠি পাঠানো হয়েছিল।
নিজে একজন সাইক্রিয়াটিস্ট হয়েও কেন তিনি হুমকি চিঠিগুলি পাঠাতেন তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে কি মানসিকভাবে অসুস্থ চিকিৎসক অরিন্দম সেন? উত্তর খুঁজছেন তদন্তকারীরা৷ বর্তমানে আলাপন বন্দ্যোপাধ্যায় হুমকি চিঠি কাণ্ডে চিকিৎসক অরিন্দম সেন-সহ ৩ জনকে আগামী ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷