কলকাতা: নিজাম প্যালেস থেকে এসএসকেএমে অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী। সাড়ে ১০টার মধ্যে আসার কথা ছিল অনুব্রতর। সহায়কদের হাত ধরে নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে উপরে উঠতেও দেখা যায়। তার পর কয়েক দফায় ৪ ঘণ্টারও বেশি সময় সিবিআই আধিকারিকরা অনুব্রতর সঙ্গে কথা বলেন।
২টো নাগাদ নিজাম প্যালেস ছেড়ে বেরিয়ে আসেন অনুব্রত। এর পর সোজা এসএসকেএমের দিকে রওনা দেন। রুটিন চেকআপের জন্যই অনুব্রত এসএসকেএম হাসপাতালে গিয়েছেন বলে খবর। ইমার্জেন্সির সামনে গাড়ি থেকে হাসপাতালে ঢোকেন বীরভূমের তৃণমূল সভাপতি। বুধবার রাতেই আইনজীবী মারফত ইমেল পাঠিয়ে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত। গত ৬ এপ্রিল গরুপাচার-কাণ্ডে নিজাম প্যালেসে অনুব্রতকে তলব করেছিল সিবিআই।
আগের দিনই কলকাতায় পৌঁছলেও পরের দিন নিজাম প্যালেসে পৌঁছতে পারেননি কেষ্ট। নাটকীয়ভাবে তাঁর গাড়ি পৌঁছয় এসএসকেএম হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি। সিবিআই চাইলে হাসপাতালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এই মর্মে তিনি চিঠিও দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। হাসপাতাল থেকে ছুটির পর সিবিআইকে তিনি চিঠি দিয়ে জানান যে, তাঁর বাড়িতে বা ভার্চুয়াল মাধ্যমে তিনি জিজ্ঞাসাবাদের জন্য রাজি আছেন।
আরও পড়ুন: Navjot Singh Sidhu: এক বছরের জন্য জেল, প্রাক্তন ক্রিকেটর -কংগ্রেস নেতা সিধুর