কলকাতা: কল(Kolkata Metro)। জানা গিয়েছে, এদিন সকালে যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেক খারাপ হয়ে যায়। সেই কারণেই এই ঘটনা।
তবে ফের তবে ৯টা ৪০ মিনিট নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে। যাত্রীরা জানিয়েছেন, ডাউন লাইনে মেট্রো সব স্টেশনে গিয়ে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকছে। ফলে পরিষেবা স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন: শনিবার ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
গত সোমবারও অফিসের ব্যস্ত সময়ে ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা। চাঁদনি চক এবং সেন্ট্রাল স্টেশনের মাঝে মেট্রো লাইনে জল ঢুকে যাওয়ায় ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভাঙা পথে চলেছিল মেট্রো। প্রায় দু’ঘণ্টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ছিল মেট্রো চলাচল। যাত্রী সুরক্ষার কথা ভেবেই আংশিক ভাবে বন্ধ রাখা হয়েছিল মেট্রো চলাচল।
মেট্রোয় পরিষেবা বিভ্রাটের জেরে বিপাকে পড়েন অফিসযাত্রী, স্কুল-কলেজের ছেলেমেয়েরা। নিত্য যাত্রীদের অভিযোগ, এদিন ভাঙা পথে চলার সময়েও মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছে। নির্ধারিত সময়ের অনেক দেরিতে মেট্রো এসেছে। ফলে প্রবল ভিড় হয়েছে।
দেখুন আরও খবর: