ওয়েবডেস্ক: ফের কলকাতা শহরে দুর্ঘটনা (Kolkata Accident)। সরকারি বাসের (Government) রেষারেষির জেরে আহত পাঁচ যাত্রী (Injured Passenger)। পার্ক স্ট্রিটের (Park Street) কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে ধাক্কা মারে একটি বাস।
সোমবার সকালে (Monday Morning) এই দুর্ঘটনা সাক্ষী থাকল তিলোত্তমা। হাওড়া-যাদবপুর রুটের (Howrah-Jadavpur Route) একটি সরকারি বাসে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে খবর, বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই পার্ক স্ট্রিটের কাছে ডিভাইডারের উপরে উঠে যায় সেটি। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশের বয়ান অনুযায়ী, একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি চলছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটির। সেই সময়েই ডিভাইডারে ধাক্কা মারে। ফলে এই দুর্ঘটনা।
আরও পড়ুন: মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের
প্রসঙ্গত, কলকাতা শহরে বাসের রেষারেষি কোনও নতুন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই এই ঘটনার শিকার হন নিত্যযাত্রীরা। প্রশাসনের বার বার হুঁশিয়ারি সত্ত্বেও থোড়াই একাধিক বাসে। এই বাসের রেষারেষির কারণে মৃত্যুরও পর্যন্ত সাক্ষী থেকে এই শহর। তবুই এই প্রাণঘাতী ঘটনার কোনও শেষ হয় না। বহু যাত্রীর বক্তব্য, বাসকে রেষারেষি থামাতে বললেও তারা কর্ণপাত করে না, উল্টে যাত্রীদের উপরেই চোটপাট দেখায়। কবে এই ‘মারণখেলা’ শেষ হবে তার কোনও উত্তর নেই।
দেখুন অন্য খবর-