কলকাতা : অভিনেতা সাহেব ভট্টাচার্যের গাড়ির দরজা ভেঙে চুরি। খোয়া গিয়েছে মানি ব্যাগ সহ কিছু গুরুত্বপূর্ণ নথি। জানা গিয়েছে, মানি ব্যাগে ৫ হাজার মতো টাকা, এটিএম কার্ড ও বেশ কিছু নথিপত্র ছিল।
আরও পড়ুন : কুণালের নামে ত্রিপুরায় ৩ মামলা, ভয় পেয়েছে বিজেপি, বললেন প্রাক্তন সাংসদ
রবিবার সকালে ভবানীপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে জিমে গিয়েছিলেন অভিনেতা সাহেব। গাড়ি পার্কিংয়ে ছিল। ঘণ্টা দু’য়েক পর জিম থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলতেই দেখেন মানি ব্যাগ উধাও। এরই পাশাপাশি মানি ব্যাগে থাকা টাকা সহ ডেবিট কার্ড, ভোটার কার্ড, গাড়ির লাইসেন্স সহ বেশ কিছু জরুরি নথিও নেই। দেরি না করে তিনি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমেছে ভবানীপুর থানার পুলিশ।
সাহেব ভট্টাচার্য জানিয়েছেন, তিনি সপ্তাহে ৪-৫ দিনই জিমে আসেন। নিজেই গাড়ি চালিয়ে আসেন। আজও সেরকমই সোয়া ৯টা নাগাদ তিনি জিমে গিয়েছিলেন। যেখানে মানি ব্যাগ রাখার সেখানে রেখেছিলেন। গাড়িও লক করেছিলেন। যেখানে ২০০ মিটারের মধ্যেই হাজরা মোড়, আশুতোষ কলেজ, সেখানে ব্যস্ত রাস্তায় এরকম ঘটনা, প্রশ্ন উঠছে। সাহেব এও বলেন, তাঁর গাড়িতে রাখা মানি ব্যাগ ছিল ব্র্যান্ডেড। যার দাম কমপক্ষে ২৫ হাজার টাকা। ‘না ভেঙে এই ধরনের চুরি, এক্সপার্ট না হলে কখনই সম্ভব নয়।’ জানালেন অভিনেতা।
কে, কীভাবে এই কাজ করেছে তা খুঁজে বের করবে ভবানীপুর থানার পুলিশ। এ বিষয়ে আশাবাদী সাহেব।