কলকাতা: সমস্ত ধরনের পরীক্ষার ক্ষেত্রে টিউশন ফি মকুবের সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। করোনার জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্টার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
করোনা পরিস্থিতিতে যেখানে কলেজ-বিশ্ববিদ্যালয়ের দরজা গত দেড় বছর ধরে বন্ধ, সেখানে সেমেস্টারের টিউশন ফি নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন পড়ুয়ারা। গত কয়েকদিন ধরে একাধিক ছাত্র সংগঠন এই নিয়ে কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলেন। তাঁদের দাবিকে এদিন মান্যতা দিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান করোনা পরিস্থিতিতে সমস্ত সেমেস্টারের পড়ুয়াদের টিউশন ফি সহ যাবতীয় ফি মকুব করা হবে। পাশাপাশি, বিভিন্ন সেমেস্টারের পরীক্ষার্থীদের মার্কশিট বা গ্রেড শিট সংগ্রহ করতেও কোনও রকম ফি দিতে হবে না।’
আরও পড়ুন: কলকাতায় ত্রিপুরার ৩ বিজেপি বিধায়ক, তৃণমূলে যোগদানের জল্পনা তুঙ্গে
কিছুদিন আগেই কর্তৃপক্ষ জানিয়েছিল যতদিন না ফি দিতে পারবে পড়ুয়ারা ততদিন রেজাল্ট হাতে পাবেন না। এরপরেই ছাত্র সংগঠন একাধিকবার ডেপুটেশন জমা দেয় সহ উপাচার্যের কাছে। শেষপর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে রেজিস্টারের সই সহ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে ছাত্রছাত্রীদের মার্কশিট তুলতে আর কোনও অসুবিধা রইল না।
আরও পড়ুন: সেপ্টেম্বর থেকেই স্কুল খুলছে রাজধানীতে