কলকাতা: অস্বস্তিকর গরম (Heat Wave) থেকে চিড়িয়াখানার পশু পাখিদের (Zoo Animals) রেহাই দিতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করেছে কর্তৃপক্ষ। ভালুক, ক্যাঙারু-সহ আরও কয়েকটি প্রাণীর খাঁচায় বসানো হয়েছে এয়ার কুলার (Air Cooler)। একইসঙ্গে কিছু বিদেশি পাখিদের ঠাণ্ডা বাতাস পৌঁছে দেওয়ার জন্য একই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, হাতি, বানর, শিম্পাঞ্জি, জিরাফ, জেব্রার মতো প্রাণীদের খাদ্যতালিকায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলেই বন দফতর সূত্রে জানা গিয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসের আবহাওয়া তুলনামুলকভাবে সহনীয় থাকলেও মে মাসের শুরু থেকেই তাপমাত্রা (Temperature) আসল খেলা দেখাতে শুরু। যার ফলে তৃণভোজী প্রাণীর পাশাপাশি বাঘের মতো পশুদের জন্যও বাড়তি জলের জোগান দিতে হয়। গ্রীষ্মের দহন জ্বালায় প্রাণীদের এমন দুরাবস্থা দেখে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ (Alipur Zoo) বন দফতরের সঙ্গে যোগাযোগ করে। বন দফতরের অনুমতি মেলার পরেই ভালুক, ক্যাঙারু এবং বিদেশি পাখিদের খাঁচায় এয়ার কুলার বসানোর সিদ্ধান্ত কার্যকর হয়। অন্যদিকে বন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে পরিবর্তন করা হয়েছে অনেক পশুপাখির খাদ্য তালিকায়।
আরও পড়ুন: রবিবার মিলবে না মেট্রো, কোন লাইনে?
মে মাসের এই হাঁসফাঁস গরমে হরিণ এবং ময়ূরের মতো প্রাণীদের সুস্থতার জন্য জলে ওআরএস (ORS) মিশিয়ে দেওয়া হচ্ছে। হরিণদের খাদ্য তালিকা থেকে বাদ যাচ্ছে না গাজর, তরমুজের মতো উপকারি ফল সবজিও। আলিপুর চিড়িয়াখানার এক কর্মীর তরফে জানা গিয়েছে, ‘‘প্রতি বছর গরম পড়লেই ময়ূর ও হরিণদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। গরমে যাতে প্রাণীদের অসুবিধা না হয় সে জন্য জলে ওআরএস মেশানো হয়। পাশাপাশি গরমে জলশূন্যতা রোধে টাটকা শাকসব্জির সঙ্গে ভেজানো ছোলা, আখের গুড় ও বিটনুনও খাওয়ানো হয়।’’ আলিপুর চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, খাঁচায় দুটি পূর্ণবয়স্ক ভালুক, দুটি শাবক ও ক্যাঙারু থাকায় গরমে তাদের শরীর সুস্থ রাখতে এয়ার কুলার বসানোর হয়েছে।
বনমন্ত্রী বীরবাহা হাঁসদার কথায়, ‘‘গরমের কারণে যাতে কোনও পশুপাখি অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গরমে পশুপাখিদের পর্যাপ্ত জলের জোগানের পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ নিয়ে ডায়েটের নির্দেশ দেওয়া হয়েছে।’’ মন্ত্রীর তরফে আলিপুর চিড়িয়াখানার সহ রাজ্যের অন্যান্য চিড়িয়াখানা এবং অভয়ারণ্যগুলিতেও একই পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন আরও খবর: