কলকাতা : বিজেপিকে নিয়ে ইতিমধ্যেই টুইটে অসন্তোষ উগড়ে দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপি ছেড়ে তবে কি এবার তৃণমূলে শ্রাবন্তী?
বিধানসভা নির্বাচনের আগে অনেকেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। কেউ দলবদল করেছিলেন। রাজনীতির নতুন মুখ হিসেবে অনেকেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটের পর আবার অনেকেই দল ছেড়েছেন। সেই তালিকায় এবার নাম শ্রাবন্তীর।
ফেসবুক, টুইটারে দলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। টুইটে দল ছাড়ার কথাও জানিয়েছেন শ্রাবন্তী। তিনি লিখেছেন, ‘আমি দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম’। দল ছাড়ার কারণও স্পষ্টই জানিয়েছেন। তাঁর দাবি, রাজ্যের জন্য কোনও কিছু করারই উদ্যোগ নেই বিজেপির। সেই কারণেই দলত্যাগ। তবে, কি শ্রাবন্তী এবার তৃণমূলে? ইতিমধ্যেই এ নিয়ে জল্পনা শুরু।
আরও পড়ুন : শুভেন্দু অধিকারীকে নিয়ে অসন্তোষ বাড়ছে! কী বললেন দিলীপ ঘোষ?
শ্রাবন্তীর দল ছাড়া নিয়ে রাজনৈতিক মহলের মতে, দল ছাড়লে দলের তেমন কোনও ক্ষতিই হবে না। আবার একজন তারকার বিজেপি থেকে চলে যাওয়ায় বিজেপির জন্য ধাক্কা, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ২১-এর নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। তবে, ভোটের পর থেকেই আর তেমন সক্রিয় হতে দেখা যায়নি শ্রাবন্তীকে। ভোটের আগে দোলের সময় মদন মিত্রের সঙ্গেও বিজেপি প্রার্থী শ্রাবন্তীকে দেখা গিয়েছিল গঙ্গাবক্ষে। সে ছবি নিয়েও বেশ বিতর্ক তৈরি হয়েছিল। তবে কি এবার সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে যোগ দেবেন, উঠছে প্রশ্ন।