কলকাতা: সময়মত ব্রেক মারেননি মিনিবাসের ড্রাইভার। যার জেরেই বৃহস্পতি বার রেড রোডের দুর্ঘটনা। বাসের গতিবেগ যথেষ্ট জোরাল ছিল। কিন্ততু রাস্তায় কোনও স্কিড করা বা ঘষটে যাওয়ার দাগ নেই। সূত্রে খবর, বাসটি সরাসরি গিয়ে মোটারবাইকে ধাক্কা মেরেছে। তারপর রেড রোডের ধারে পাঁচিল ভেঙে বেশ কয়েক মিটার উঁচুতে উঠে যায়। বাসটি এরপর গাছে ধাক্কা মেরে আটকে যায়। যার জেরে বেশিদূর এগোতে পারেনি বাসটি। নইলে আরও বাড়তে পারত ক্ষয়ক্ষতির পরিমাণ।
আরও পড়ুন: নিয়ম ভেঙে বিধায়ক হস্টেলে কেন্দ্রীয় বাহিনী
কেন ব্রেক মারেননি ড্রাইভার তা মেকানিক্যাল রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে। প্রাথমিকভাবে ফরেনসিক মনে করছে, ব্রেক মারার সময় পাননি ড্রাইভার কিংবা ব্রেক সময়মত কাজ করেনি। যার জন্য এড়ানো যায়নি দুর্ঘটনা।
আরও পড়ুন:প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, টাওয়ারে উঠলেন যুবক
বৃহস্পতি বার মেটিয়াব্রুজ থেকে হাওড়া যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে মিনিবাসটি। ধাক্কা মারে একটি মোটর বাইককে। রেড রোড ধরে পার্ক স্ট্রিটের টার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এরপর বাঁ’দিকে পাঁচিলের উপর উঠে পড়ে। সামনের দিকটা দুমড়ে মুচড়ে যায়। ভিতরের বসার জায়গাগুলোও ভেঙে যায়। দুর্ঘটনায় মোটরবাইক চালকের মৃত্যু হয়। মৃতের নাম বিবেকানন্দ দাব। পেশায় তিনি একজন পুলিশকর্মী।