কলকাতা, ৭ এপ্রিল : ফের এক বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বৃহস্পতিবার বালিগঞ্জে প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বাবুল বিজেপি ছেড়ে-সাংসদ পদ ছেড়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন । আর কেউ কেউ আছেন, তাঁরা বাবা একটি দলে সদস্য, কিন্তু, অন্য দলের হয়ে কাজ করে চলেছেন । তিনি এতটাই লোভী যে দল-সদস্য পদ ছাড়তেও পারছেন না । সন্দেহ নেই অভিষেকের এ দিনের নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী । শুভেন্দু বিজেপিতে যোগ দিলেও তাঁর বাবা শিশির অধিকারী এখনও তৃণমূলের সাংসদ । তিনি সাংসদ পদ ছাড়েননি । আবার তৃণমূলের কোনও কাজেও থাকেন না । উল্টে দল বিরোধী একাধিক মন্তব্য করে চলেছেন ।
আর আগে শুভেন্দুকে আক্রমণ করে অভিষেক বলেছিলেন, ‘‘সুদীপ্ত সেনের থেকে শুভেন্দু ৬ কোটি টাকা নিয়েছে। এই তো প্রমাণ দিচ্ছি। আমার বিরুদ্ধে এমন প্রমাণ দিতে পারলে আমি মৃত্যুবরণ করব। চ্যালেঞ্জ করছি। আছে ক্ষমতা? হবে লড়াই? কথায় কথায় বলেন লড়াইয়ের ময়দানে দেখা হবে। এই তো লড়াইয়ের ময়দান। জনতার দরবারে দাঁড়িয়ে তোকে চ্যালেঞ্জ করছি।’’ তিনি আরও বলেন, ‘‘জনতার দরবারে দাঁড়িয়ে চিঠি প্রকাশ করে বলছি, সুদীপ্ত সেনের থেকে সাধারণ মানুষের ৬ কোটি টাকা নিয়েছে শুভেন্দু।’’ সুদীপ্ত সেনকে শুভেন্দু ব্ল্যাকমেল করতেন বলেও ওই চিঠিতে লেখা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর কথায়, ‘‘সুদীপ্ত লিখেছেন আমি যেদিন ফেরার হয়েছিলাম, তার আগের দিন রাতে আমার অফিসে এসে পয়সা নিয়েছিল শুভেন্দু। আর আজকে পদ্মফুলের গুণগান গাওয়া হচ্ছে, সিবিআই ধরবে বলে?’’ তাঁর দাবি, ‘‘আমি প্রমাণ দিয়েছি। সরাসরি অভিযুক্ত করেছি। প্রমাণ দাও, আমি সরাসরি যুক্ত, আমি ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যুবরণ করব। এখন তো খালি একটা নাম বলেছি, আগামী দিনে আরও নাম বলব। আমার কাছে এমন ভূরি ভূরি এসেছে।’’
অভিষেক আরও বলেন, লড়াই চলছে, চলবে, শেষ দেখে ছাড়ব । ।বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, বিধানসভা ভোটে আত্মসমর্পণ করিনি। মাথা উঁচু করে লড়াই করেছি। মানুষের ভোটে জিতেছিলাম। লড়াই করে জয় পেয়েছিলাম। মাথা নিচু করতে হলে মানুষের কাছে করব। তাঁর মন্তব্য, এর আগেও ইডি ডেকেছিল। ১০ ঘণ্টা জেরা করেছিল। সব প্রশ্নের উত্তর দিয়েছি। বারবার কলকাতা বদলে দিল্লিতে ডেকে হয়রান করা হচ্ছে। অভিষেকের কথায়, কলকাতায় ডাকলে দরকারে রোজ যেতাম। কিন্তু এভাবে রাজ্যের একাধিক কাজ ফেলে দিল্লি যাওয়া অসম্ভব হয়ে পড়ছে। এই সুযোগটাই নিচ্ছে বিজেপি।
আরও পড়ুন : Abhishek Banerjee : বালিগঞ্জে ৬০ হাজার, আসানসোলে ২ লাখের বেশি ভোটে জিতবে তৃণমূল, দাবি অভিষেকের