কলকাতা: বাংলার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে গুয়াহাটি থেকে এনআরসির (NRC) নোটিস পাঠানো হয়। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের জন্য তাঁকে অসমের কামরুপে জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দিতে হবে। ওই ঘটনা প্রকাশ্যে আসার পরই ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, বাংলাভাষীদের টার্গেট করছে বিজেপি। এবার ক্ষোভে ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, তিনি বললেন, “এটি বাংলায় পিছনের দরজা দিয়ে এনআরসি চালু করার এক প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। বাংলাভাষীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে চাইছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওই এনআরসি নোটিস নিয়ে এক্সে লেখেন, একটি ষড়যন্ত্রমূলক চেষ্টা এনআরসি-কে পেছনের দরজা দিয়ে বাংলায় চালু করার । এমন এক রাজ্যে, যেখানে বিজেপির না জনাদেশ আছে, না নৈতিক অধিকার আছে শাসন করার। তারা বাংলাভাষীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করতে চাইছে, এবং অসমের ডিটেনশন ক্যাম্প মডেলকে বাংলায় কপি করতে চাইছে ।
তিনি আরও বলেন, যদি বাংলায় একটুও জমি ছাড়াই বিজেপির এত অহংকার হয়, তাহলে বোঝাই যায় কোনও দিন ক্ষমতায় এলে কেমন অমানবিক পরিস্থিতি সৃষ্টি করবে।এটি আর শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয়। এটি আমাদের সংবিধানের গণতান্ত্রিক, বহুত্ববাদী ও সর্বজনীন চেতনাকে রক্ষা করার লড়াই। আমরা বিজেপির বিভাজনমূলক, জনবিরোধী ও স্বৈরাচারী এজেন্ডাকে বাংলায় শেকড় গাড়তে দেব না। বাংলা প্রতিরোধ করবে। বাংলা কখনও মাথা নোয়াবে না।
This is nothing but an insidious attempt to introduce NRC through the backdoor in Bengal, a state where BJP has neither the mandate nor the moral right to govern. They are targeting Bengali-speaking citizens to create fear and insecurity, and attempting to replicate Assam’s… https://t.co/f0MBb75vIQ
— Abhishek Banerjee (@abhishekaitc) July 8, 2025
দেখুন ভিডিও