কলকাতা: ইডি-র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)৷ দু’জনের বক্তব্য, যে কেলেঙ্কারির তদন্তে তাদের বারবার দিল্লিতে জেরার জন্য ডাকা হচ্ছে, অভিযোগ অনুযায়ী সেই কেলেঙ্কারির ঘটনা পশ্চিমবঙ্গের চৌহদ্দির মধ্যে ঘটেছে৷ কিন্তু ইডি (ED) সেই মামলার তদন্ত টেনে নিয়ে গিয়েছে দিল্লিতে৷ এবং সেখানেই তৃণমূল সাংসদ ও তাঁর স্ত্রীকে হাজিরার নির্দেশ দিচ্ছে৷ অভিষেক-রুজিরার আইনজীবীর অভিযোগ, এই মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত৷ কী কী ধারায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে ব্যাপারে তাঁরা সম্পূর্ণ অন্ধকারে৷ এফআইআরের কপিও তাঁদের দেওয়া হয়নি৷
আগামী ২১ সেপ্টেম্বর ফের অভিষেককে দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এর আগে গত ৬ সেপ্টেম্বর তিনি ইডির মুখোমুখি হয়েছিলেন৷ প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জেরা৷ শুধু তাই নয়, অভিষেকের স্ত্রী রুজিরাকেও তলব করা হয়েছিল দিল্লিতে৷ কিন্তু তিনি যাননি৷ তবে ইডিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, করোনা আবহে সন্তানদের নিয়ে দিল্লি যাওয়া নিরাপদ নয়৷ রুজিরা এটাও জানিয়েছিলেন, সেরকম হলে ইডি-র অফিসাররা তাঁর কলকাতার বাড়িতে এসে জেরা করতে পারেন৷ এতে তাঁর আপত্তি নেই৷
আরও পড়ুন: যোগীর বিরুদ্ধে মামলা করায় মৃত্যুর হুমকি পাচ্ছেন সমাজকর্মী
অভিষেকের স্ত্রীর আইনজীবী জানিয়েছেন, রুজিরা দুই সন্তানের মা এটা জানা সত্ত্বেও ইডির তরফে বারবার তাঁকে দিল্লিতে এসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ অথচ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জোনাল অফিস রয়েছে কলকাতায়৷ এবং তদন্তের স্বার্থে অন্যান্য মহিলাদের কলকাতাতেই জেরা হয়েছে৷ আদালতের কাছে অভিষেক-রুজিরার আর্জি, তাঁদের বিরুদ্ধে জারি করা ইডি-র সমন যেন খারিজ করা হয়৷