কলকাতা: ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার (RG Kar Case) এক বছর পার। এদিনই ‘কালীঘাট চলো’ (Kalighat Cholo) কর্মসূচির ডাক দিল আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত অভয়া মঞ্চ (Abhaya Mancha)। জানা গিয়েছে, ওই দিন মূলত কলকাতা ও সংলগ্ন চারটি জেলা থেকে মানুষ অংশ নেবেন মিছিলে। এদিন হাজরা মোড়ে সবাই জমায়েত করে সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশে রওনা দেবেন।
আরও পড়ুন: বাংলার আকাশজুড়ে গভীর নিম্নচাপ, কবে আবহাওয়ার বদল? জানিয়ে দিল হাওয়া অফিস
অভয়া মঞ্চের তরফ থেকে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, এই মঞ্চ একটি ‘রাজনৈতিক সংগঠন’। দলমত নির্বিশেষে সব প্রতিবাদী মানুষ হাজরা মোড়ে ওই দিন জড়ো হন, এই আর্জি জানিয়েছেন সং গঠনের কর্তারা। একই সময়ে অন্য জেলায় ওই তারিখে সারা দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি চলবে।
জানা গিয়েছে, এদিন সকালে ‘রাখি বন্ধন’ও করা হবে অভয়া মঞ্চ ও সমমনোভাবাপন্ন সংগঠনগুলির উদ্যোগে। ১৪ অগস্ট ঠিক গত বছরের মতো এ বারও ‘রাত দখল’ কর্মসূচিও নেওয়া হচ্ছে। রাত ১২টার পর স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে ‘রাত দখলে’ অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সারা বাংলা জুড়ে।
দেখুন আরও খবর: