কলকাতা: ফের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল মৌসিম ভবন (Kolkata Weather Update)। ২৭ মে বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। সেই নিম্নচাপ আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও জানায়নি ভারতের মৌসিম ভবন (IMD Weather Update)।
আইএমডি-র তরফে জানানো হয়েছে, ২৭ মে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। তবে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, আরব সাগরেও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: ৭০ কিমি বেগে আসছে ঝড় লন্ডভন্ড হবে কোন কোন জেলা?
আরও জানা গিয়েছে, আরব সাগরের পূর্ব-মধ্যাঞ্চলে আরও একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আশপাশের আবহাওয়া ঘূর্ণিঝড় সৃষ্টিতে মদত দিয়েছে। বিভিন্ন আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের তীব্রতা ও গতিপথ নিয়ে একাধিক পার্থক্য দেখা গেলেও বেশিরভাগ মডেলই উপকূল বরাবর উত্তরের দিকে অগ্রসর হয়ে ২৪ মে-র মধ্যে একটি ডিপ্রেশনে পরিণত হতে পারে এমনটাই জানানো হয়েছে।
পাশাপাশি, শুক্রবার দক্ষিণবঙ্গে জারি রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ও শুক্রবার রাতে
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা। কোথাও কোথাও আবার ঝোড়ো হাওয়া বইবার সম্ভবনা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।
দেখুন আরও খবর: