কলকাতা: করোনার কারণে দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। অনলাইন ক্লাসে চলছে পড়াশুনা,পরীক্ষা। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অফলাইনে ক্লাস চালু করার দাবিতে রাস্তায় চট পেতে বসে ক্লাস করলেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের এসএফআই ইউনিটের উদ্যোগে এই ক্লাসের ব্যবস্থা করা হয়। ক্লাস নেওয়ার জন্য উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের অধ্যাপক ও পড়ুয়ারা। সোমবারও বিপ্লবী বিদ্যার্থী ঐক্য মঞ্চ বিকল্প ক্লাসের আয়োজন করেছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে। করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যের অন্যান্য পরিষেবা চালু থাকলেও বন্ধ রয়েছে স্বাভাবিক পঠনপাঠন।
আরও পড়ুন: বাড়ছে স্কুলছুটের সংখ্যা, কারণ জানতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে বৃক্ষ বিদ্যালয়ের আয়োজন করে প্রতীকী বিক্ষোভ দেখায় কলেজ পড়ুয়ারা। শপিং মল, বিউটি পার্লার খুলে গেলেও স্কুল কলেজ খোলা নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে নারাজ রাজ্য সরকার। যত দিন না সরকারের তরফে স্কুল ও কলেজগুলি খোলার পাকাপাকি ঘোষণা হচ্ছে ততদিন পর্যন্ত তাঁরা এভাবেই বৃক্ষ বিদ্যালয়ের আয়োজন করবেন বলে জানান পড়ুয়ারা । নেটওয়ার্ক সমস্যার কারণে অনলাইন ক্লাস করতে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। অনেকের কাছেই স্মার্টফোনই থাকে না । তাই তারা ক্লাসে অংশগ্রহণ করতে পারে না । সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।