কলকাতা: বাইপাসের রাস্তার ধারে একটি চলন্ত গাড়িতে (Car) আগুন (Fire Incident) । গাড়ির চালক কিছু সমস্যা হচ্ছে বুঝতে পেরেই গাড়িটি থেকে নেমে যান। তার পরেই গাড়িটিতে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। উপস্থিত বুদ্ধির জোরেই এ যাত্রায় প্রাণে বাঁচলেন গাড়ির চালক।
ই এম বাইপাসের (E M Bypass) এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় অগ্নিকাণ্ড। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী। কিছুক্ষণে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে সরকারি ও বেসরকারি বাসে এবার চালু হবে অ্যাপ পরিষেবা
তবে সন্ধ্যার দিকে বাইপাস একটি ব্যস্ততম এলাকা। ঘটনায় সাধারণ মানুষ থেকে অফিস যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেখুন অন্য খবর:
The post দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, বাইপাসের ধারে চাঞ্চল্য first appeared on KolkataTV.
The post দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি, বাইপাসের ধারে চাঞ্চল্য appeared first on KolkataTV.