কলকাতা: শনিবার সকালে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য খাস কলকাতায় (Kolkata)। ঘটনাটি ঘটেছে লেদার কমপ্লেক্স (Leather Complex) থানার কাঁটাতলা এলাকায়। স্থানীয় বাসিন্দারা এদিন সকালে নলবনের (Nalban) বাঁধের ধারে এক হোটেল কর্মীর দেহ দেখতে পান। এরপরেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গলা কেটেই হত্যা করা হয়েছে ওই যুবককে।
এদিন সকালে নলবনে কাজে আসা অন্যান্য কর্মীদের চোখে পড়ে ওই যুবকের রক্তাক্ত দেহ (Dead Body)। রক্তাক্ত দেহ দেখে শিউরে ওঠেন তারা। তৎক্ষণাৎ তারা লেদার কমপ্লেক্স থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান লেদার কমপ্লেক্স থানার পুলিশ। এরপর পুলিশ দেহটি উদ্ধার করে। যুবকের দেহটি যে স্থান থেকে পুলিশ উদ্ধার করেছে সেখানেই মাটিতে চাপ চাপ রক্ত পড়েছিল। তার পাশেই ছড়িয়ে ছিল জুতো, মানিব্যাগ ও রুমাল। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠিয়েছে পুলিশ। অপরদিকে, কাঁটাতলা থেকে নমুনাও সংগ্রহ চলছে পুলিশের তরফে।
আরও পড়ুন: মিন্টো পার্কের বহুতলে আগুন
যুবকের এমন রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ জানতে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে নলবনের সিসিটিভি ফুটেজও। ওই যুবকের নাম, পরিচয়, ঠিকানা জানতে তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। পাশাপাশি, তাকে আগে থেকে কেউ চিনতো কিনা, বা তার কোনও পুরনো শত্রুতা ছিল কিনা তা জানার চেষ্টা করছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
দেখুন আরও খবর: