কলকাতা: ক্যামেরা ১: বাইকে করে এল দুষ্কৃতীরা৷ ক্যামেরা ২: গেটের বাইরে বন্দুক বের করে টার্গেটকে লক্ষ্য করে গুলি৷ ক্যামেরা ৩: টার্গেট পালানোর চেষ্টা করে৷ ক্যামেরা ৪: দুষ্কৃতীরা গেটের বাইরে দাঁড়িয়ে৷ ক্যামেরা ৫: আবার বন্দুক বের করে দুষ্কৃতীরা৷ ক্যামেরা ৬: বাইকে চেপে পালিয়ে যায় সকলে৷
প্রোমোটিং নিয়ে বচসার জেরে বাঁশদ্রোণীতে চলে গুলি৷ বৃহস্পতিবার গভীর রাতে বাঁশদ্রোণীর শুটআউট (Bansdroni Shootout) ঘটনার ওগুলো কিছু খণ্ডচিত্র৷ গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়৷ দুষ্কৃতীদের গুলিতে আহত হন অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক৷ তাঁর হাতে গুলি লাগে৷ গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমে৷ এদিকে গুলি চালনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বাঁশদ্রোণী থানার পুলিশ৷ শুটআউটের তদন্ত শুরু করে তারা৷
আরও পড়ুন: উদ্বেগ বাড়িয়ে বঙ্গে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার
ক্যামেরা ১: বাইকে করে দুষ্কৃতীরা এল৷
ক্যামেরা ২: গেটের বাইরে বন্দুক বের করে টার্গেটকে লক্ষ্য করে গুলি করে৷
তদন্তের শুরুতেই সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ৷ আর সেখানেই ধরা পড়ে গোটা ঘটনা৷ দেখা গিয়েছে, কয়েকজন দুষ্কৃতী বাইকে করে প্রোমোটার প্রদীপ দেবনাথের বাড়িতে গুলি চালায়৷ সেই সময় প্রোমোটারের বাড়িতে ছিলেন অভিষেক৷ তখনই কয়েক রাউন্ড গুলি চলে৷ দৃষ্কৃতীদের ছোড়া গুলির একটি অভিষেকের হাতে লাগে৷ সে এখন এসএসকেএমে ভর্তি৷ অক্ষত আছেন প্রোমোটার প্রদীপ দেবনাথ৷
আরও পড়ুন: শহরে ফের মায়ের কোল থেকে পাচার হল শিশু, তদন্তে লালবাজার
ক্যামেরা ৩: টার্গেট পালানোর চেষ্টা করে৷
ক্যামেরা ৫: দুষ্কৃতীরা আবার বন্দুক বের করে৷
ওই সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতরা হল শুভ ঘোষ এবং কার্তিক দাস৷ তাদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, চার মাস আগে প্রোমোটিং নিয়ে দুই দলের বচসা হয়েছিল৷ সেই ঘটনা থেকে বৃহস্পতিবার রাতে গুলি চালায় নান্টি গ্রুপের সদস্যরা৷